নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ।। আন্তর্জাতিক বাজারের উঠানামার সঙ্গে সঙ্গে দেশীয় বাজারেও পেট্রোলের দাম কমছে বাড়ছে। দর উঠানামার সঙ্গে অতিসম্প্রতি একলাফে পেট্রোলের দাম বেড়েছে ৩টাকা ৭ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ১টাকা ৯০ পয়সা। চড়া হারে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার CPI(M) জয়নগর মেলারমাঠ লোকাল কমিটির তরফে এক প্রতিবাদ মিছিল শহরের সংগঠিত হয়। মেলারমাঠস্থিত ভানু স্মৃতি ভবনের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।