গোপাল সিং, খোয়াই, ১২ মে ।। ৭ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে খোয়াইয়ের উত্তর সিঙ্গিছড়া পঞ্চায়েতের চেরমা গ্রাম। গত রবিবার খোয়াইয়ের চেরমা গ্রামের স্কুল পড়ুয়া ৭ বছরের নাবালিকার উপর পাশবিক অত্যাচার চালায় পার্শ্ববর্তী পবিত্র দেবনাথ। জানা গেছে, বাড়িতে মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে পবিত্র দেবনাথ তার আদিম লালসা চরিতার্থ করে । পরে নাবালিকার মা বাড়িতে ফিরে এলে নাবালিকাটি সমস্থ ঘটনা খুলে বলে। খবর দেয়া হয় পুলিশকে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত পবিত্র দেবনাথকে গ্রেপ্তার করতে পারেনি। চেরমা গ্রামে নাবালিকা ধর্ষণের ঘটনায় বিস্মিয়ে হতবাক হয়েছেন এলাকার মানুষ।