জাতীয় ডেস্ক ।। মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার পথ চলা শুরু। যে জনতার রায়ে ফের রাজ্যের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার শপথ নিলেন সেই জনতাকে সাক্ষী রেখেই। প্রথা ভেঙে এবার শপথ গ্রহণ অনুষ্ঠান হল খোলা রাজপথে। কুচকাওয়াজের রেড রোড ধরা দিল অন্য চেহারায়। দুপুর পৌনে একটা নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ছোট ছোট দলে ভাগ হয়ে শপথ নেন ৪২ জন মন্ত্রী। এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ২৯ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ৮। সাধারণ মানুষ যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে পারেন, সেজন্যই এবার অনুষ্ঠানের আয়োজন করা হয় রেড রোডে। কংক্রিটের রেড রোডে তৈরি করা হয় কৃত্রিম বাগান। টাঙানো হয় সামিয়ানা। ফোর্ট উইলিয়ামের কাছে তৈরি হয় মূল মঞ্চ। ডালহৌসি পর্যন্ত পাতা হয় সারি সারি চেয়ার। ছিল ৬ হাজার জনের বসার ব্যবস্থা। শপথ অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। রাস্তার দু’পাশেও ছিল অসংখ্য মানুষের ভিড়। রাজভবনের ঘেরাটোপ থেকে বেরিয়ে বেনজির শপথ গ্রহণ খোলা রাস্তায়। প্রথা ভেঙে এই প্রথম রাজ্যে একসঙ্গে শপথ নিলেন মন্ত্রীরা। শুক্রবার দুপুরে এভাবেই নতুন ইতিহাসের সাক্ষী হল রেড রোড। শুরু দ্বিতীয় ইনিংস, মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নবান্নে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত তলা থেকে হল পুষ্পবৃষ্টি। দেওয়া হল গার্ড অফ অনার। নবান্নের ভেতরে ভিআইপি গেটের সামনে তৈরি হয়েছিল মূল মঞ্চ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেয় কলকাতা পুলিশ। নবান্নের দেওয়ালে পড়েছে নতুন রঙের পোঁচ। গোটা নবান্ন সাজানো হয়েছে রঙিন আলো দিয়ে। গার্ড অফ অনার নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নে ঢুকছিলেন তখন, ৭তলার বারান্দা থেকে শুরু হয় পুষ্পবৃষ্টি। এদিকে, এদিন বিকেলেই মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মন্ত্রীদের দফতর বণ্টন করেন মুখ্যমন্ত্রী। তথ্যসূত্র – এবিপি নিউজ।