দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৭ সেপ্টেম্বর ।। বই পুঁথিতে লেখা আছে আষার শ্রাবন দুই মাস বর্ষাকাল। হালের প্রকৃতিতে মোটেও অবিশ্রান্ত বর্ষণের শ্রাবনের সেই দিন নেই। তবে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে। আশ্বিনের রোদে চৈত্রের দাবদাহকে হার মানিয়েছে নিঃসন্দেহে বলা যায়। জেরবার শুধু মানুষের জীবন নয়, “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র সংবাদে এই সারমেয়র এই ছবিতেই প্রমান গরমের ঠ্যালা কাকে বলে। বটতলায় উড়ালপুল নির্মাণে পিলারের গোড়ায় জমা জলেই শরীরের আধখানা জলে ভিজিয়ে গরম তাড়ানোর পাশাপাশি তৃষ্ণা নিবারনের কাজটাও সেরে নিচ্ছে।