নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর ।। গত ২৭শে অক্টোবর এন এফ রেলওয়ের জি এম নতুন তিনটি রুটে যাত্রিবাহী রেল চালানোর সিদ্ধান্ত নেন। নতুন তিটি রুট হল গুয়াহাটি-আগরতলা, গুয়াহাটি-শিলচর এবং ডিব্রুগড়-আগরতলা। অবশেষে ১২ নভেম্বর, ২০১৬ (শনিবার) যাত্রা শুরু করল গুয়াহাটি-আগরতলা বিশেষ সাপ্তাহিক এক্সপ্রেস রেল। এদিন গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেনটি। রবিবার আগরতলা থেকে আবার গুয়াহাটির উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। আপাতত ৪ মাস প্রতি সপ্তাহে একবার করে চলবে ট্রেনটি। পরবর্তী সময়ে গুয়াহাটি-আগরতলা এবং আগরতলা-গুয়াহাটির মধ্যে নিয়মিত সপ্তাহে ৩ দিন করে চলবে ট্রেনটি।