নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ।। শিশু দিবস উদযাপন কর্মসূচীর অঙ্গ হিসেবে সোমবার বিকেলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগীত-নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে রাজ্যের ৬টি বিদ্যালয়কে তথা দক্ষিন ত্রিপুরা জেলার জ্ঞানোদয় এস বি স্কুল, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এইচ এস স্কুল ও তিলথৈ এইচ এস স্কুল, পশ্চিম ত্রিপুরা জেলার উমাকান্ত একাডেমী, গোমতী জেলার অমরপুর এইচ এস স্কুল ও সিপাহীজলা জেলার মেলাঘর গার্লস এইচ এস স্কুলকে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এম কে নাথ পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক কুন্তল দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেয়।