শেষ হল রাজনৈতিকদলগুলির সরব প্রচার

cpim-khowai
খোয়াইয়ের রাস্তায় প্রচারের শেষ দিনে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থীর সমর্থনে সুসজ্জিত মিছিল

party

tmc
ড়জলায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন I.N.T.T.U.C’র উদ্যোগে সুসজ্জিত অটো র্যালি
cpim-barjala
৪-বরজলা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থীর সমর্থনে সুসজ্জিত মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ।। যথারীতি রাজনীতির ময়দানে এ পক্ষে ও পক্ষে তরজার পাশাপাশি একে অপরের সঙ্গে পাল্লা দেয়ার মধ্য দিয়ে শক্তির জানান দিতে চাইছে। অবশেষে শেষ হল সবকটি রাজনৈতিকদলগুলের সরব প্রচার। ৪-বরজলা বিধানসভা এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের সকল প্রার্থীরাই বৃহস্পতিবার ঝড়ো প্রচারে রাজনৈতিক ময়দান দাপিয়ে বেড়িয়েছেন।

বরজলা স্কুল মাঠ চত্বর থেকে বিজেপি’র উদ্যোগে ৪-বরজলা বিধানসভা কেন্দ্রে এক সুবিশাল মিছিল অনুষ্ঠিত হয়। গোটা মিছিলটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। উক্ত মিছিলের নেতৃত্ব দেন বিজেপি’র রাষ্ট্রীয় নেতা তথা ত্রিপুরা রাজ্যের প্রভারী সুনীল দেওধর। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ সহ-সভাপতি রামপ্রসাদ পাল, দুই সাধারন সম্পাদক, রাজীব ভট্টাচার্য, প্রতিমা ভৌমিক, প্রার্থী শিষ্ট মোহন দাস এবং সদর জেলা সভাপতি মানিক দাস।
৪-বরজলা বিধানসভা কেন্দ্রে এবং খোয়াইয়ের রাস্তায় প্রচারের শেষ দিনে বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থীর সমর্থনে সুসজ্জিত মিছিলও লক্ষ্য করা গেছে।
পাশাপাশি বড়জলায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন I.N.T.T.U.C’র উদ্যোগে বড়জলায় শেষ বেলার প্রচারে একটি সুসজ্জিত অটো র্যালি সংগঠিত করা হয়। র্যা লি তে অংশগ্রহণ করে ৩০০ অটো।
এদিকে কংগ্রেস দলও বৃহস্পতিবার প্রার্থী নিয়ে মিছিল করে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*