দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ উপনির্বাচনের ফলাফলে গোটা গেরুয়া শিবির উৎফুল্ল। মানুষের রায়ে প্রমানিত হয়েছে বিজেপি-র প্রতি বেড়ে চলেছে জনসমর্থন। ৪-বরজলা এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রে দুই আসনের উপনির্বাচনের ফলাফলে বিশ্লেষনে মঙ্গলবার বিজেপি-র সদর কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে দলের রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানিয়েছেন, ভিত মজবুত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বিজেপি’র প্রতি মানুষের রায়ের জন্য অভিনন্দন জানানো হয়েছে দলের তরফে। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রভারি সুনীল দেওধর, বিজেপি প্রার্থী শিষ্ট মোহন দাস সহ অন্যান্যরা।