দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ ৪-বরজলা এবং ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রে CPI(M) প্রার্থীদের জয়ের পরপরই মঙ্গলবার CPI(M) সদর কার্যালয়ে সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর সহ বাম নেত্রিত্বরা।
বিজন ধর সাংবাদিক সন্মেলনে বলেন, জয় নিয়ে কোনোরকম সন্দেহ ছিলনা। বামফ্রন্টের উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সম্প্রীতি, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কর্মধারায় রাজ্যের মানুষের আস্থা আর বিশ্বাসের প্রতিফলনের প্রমান উপনির্বাচনের ফলাফল। CPI(M) প্রার্থীদের বিজয়ী করার জন্য CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর দুই কেন্দ্রের ভোটারদের দলের তরফে অভিনন্দন জানান।