তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ৷৷ আবহাওয়ার তথ্য আরো ভালোভাবে জানতে মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠানো হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহযোগিতায় নোয়া (National Oceanic and Atmospheric Administration)এই স্যাটেলাইট শনিবার প্রেরণ করে। সংস্থাটি জানিয়েছে, চতুর্থ মাত্রার (Geostationary Operational Environmental Satellite – R Series) এই নতুন স্যাটেলাইটের মাধ্যমে ভূমণ্ডলের আরও পরিষ্কার ছবি ও তথ্য পাওয়া যাবে। বাতাসের গতি, কুয়াশা, বরফ ও বজ্রপাত সম্পর্কেও ভালো তথ্য দেবে স্যাটেলাইটটি। সংস্থার আশা আগামী ২০১৭ সালের শেষ দিকে স্যাটেলাইটটি কাজ শুরু করবে। এটি তৈরি করতে খরচ হয়েছে ১শ’ কোটি মার্কিন ডলার। আবহাওয়া স্যাটেলাইট হিসেবে একে বিশ্বের সবচেয়ে আধুনিক বলে মনে করছেন নাসার গবেষকেরা। নোয়া’র তথ্যমতে স্যাটেলাইটটি আগের সংস্করণের তুলনায় পাঁচ গুণ দ্রুত ভূমণ্ডল জরিপ করতে পারবে। ছবিও তুলবে আগের তুলনায় অন্তত ৪ গুণ ভালো। এই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ ও সূর্যের অগ্নিতরঙ্গের তথ্যও পাওয়া যাবে বলে সংস্থার দাবি। শুধু আবহাওয়াই নয়, নোয়া জানিয়েছে জিওইএস স্যাটেলাইটের মাধ্যমে বিমান চালনার সময় পাইলটও দূর্যোগপূর্ণ পথ এড়িয়ে চলতে পারবে।