এক নজরে প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’

mdজাতীয় ডেস্ক ৷৷ সমস্ত অসুবিধে আর সমস্যা অগ্রাহ্য করে নোট বাতিলের সিদ্ধান্ত এক কথায় মেনে নিয়েছেন মানুষ। তাঁদের এই বলিদান বৃথা যাবে না। দেশ একদিন এর সুফল পাবেই পাবে। ‘মন কী বাত’-এ আশাপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলুন, দেখে নেওয়া যাক, তিনি কী কী বললেন:
১ তরুণরা পরিবর্তনের অগ্রদূত।
২ ডিজিটাল আর্থিক লেনদেনের ব্যাপারে মানুষকে ওয়াকিবহাল করতে পারলে তাঁদের সমস্যা দূর হবে। এটা দ্রুত করতে পারেন তরুণ।
৩ ফের বলছি, আমার আপনাদের সমর্থন চাই। জানি, আপনারা আমাকে সমর্থন করবেন। শপথ করুন, ক্যাশলেস সোসাইটির অংশ হবেন আপনারা।
৪ দেশের গরিব, কৃষক, শ্রমিক, বঞ্চিত অংশের কথা ভেবে আমি এই সিদ্ধান্ত নিয়ে।
৫ ছোট ব্যবসায়ীদের আমার অনুরোধ, এটাই টিক সময়, ডিজিটাল বিশ্বে প্রবেশ করুন।
৬ গরিব মানুষ ব্যবহার শুরুর পর রুপে কার্ডের ব্যবহার ৩০০% বেড়েছে। এটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর মত সোজা।
৭ জানি ক্যাশলেস সোসাইটি পাওয়া কঠিন। কিন্তু লেস-ক্যাশ তো হতেই পারে। সেটারই চেষ্টা চলুক না।
৮ দয়া করে আপনার কালো টাকা জমা করতে গরিবের অ্যাকাউন্ট ব্যবহার করবেন না।
৯ যেভাবে মানুষ যাবতীয় হয়রানি সয়ে নোট বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, তা অশেষ আনন্দের কারণ।
১০ নোট বাতিল একটি বিরাট সিদ্ধান্ত, সব কিছু ঠিকঠাক করতে অন্তত ৫০ দিন লাগবে।
১১ জানি, আপনাদের সমস্যা হচ্ছে। কিন্তু ৭০ বছর ধরে যে সমস্যা দেশকে ফোঁপরা করে দিয়েছে, তার অনায়াস চিকিৎসা সম্ভব নয়
১২ এই পর্ব পেরিয়ে আমাদের দেশ সোনার মত ঝকমকাবে।
১৩ এবারের দীপাবলী অন্যান্যবারের মত ছিল না। যেভাবে গোটা দেশ জওয়ানদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তাতে তাঁরা আপ্লুত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*