নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ৷৷ গত ৮ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিরোধীদল সমূহ প্রতিবাদে সামিল হয়েছে। ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ২৮শে নভেম্বর বামফ্রন্ট আহুত ১২ ঘন্টার বনধ পালিত হল রাজ্যে। সকাল থেকে সর্বত্র শান্তিপূর্ণ ভাবে চলেছে বামফ্রন্ট আহুত ১২ ঘন্টার বনধ। কোথাও কোন যানবাহন চলাচল করেনি, বন্ধ ছিল বাজার হাট, অফিস। তবে রাজ্যের ব্যাংক এবং ডাকঘর বনধের আওতায় আসেনি। যদিও এই বনধকে অনৈতিক বলে আখ্যা দিয়েছে ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টি। উল্লেখ্য, ২৮শে নভেম্বর (সোমবার) কেরালা, ত্রিপুরায় বনধের সঙ্গে পশ্চিম বাংলায় বামফ্রন্ট বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট। যদিও পশ্চিম বাংলায় বনধের বিরোধীতা করেছেন তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জী।