গোপাল সিং, খোয়াই, ২৮ নভেম্বর ৷৷ নোট বাতিলের ক্ষেত্রে মানুষের হয়রানির প্রতিবাদে এবং নতুন নোটের পর্যাপ্ত যোগানের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত পুরনো পাঁচশ ও হাজার টাকার নোট ব্যবহারের অনুমতি দেবার দাবিতে সোমবার সারা দেশে আক্রোস দিবস পালিত হচ্ছে। কেরালা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মণিপুরে বামপন্থীদের ডাকে ১২ ঘন্টার ধর্মঘট পালিত হচ্ছে। খোয়াইতেও বনধের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যাঙ্ক খোলা থাকায় ব্যাঙ্ক এবং এটিএম কাউন্টারের সামনে প্রচন্ড ভীড় লক্ষ্য করা যায় সোমবার সকাল থেকেই। অন্যদিকে স্কুল-কলেজের পরীক্ষা এই বনধের আওতার বাইরে থাকায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌছতে অসুবিধার মুখে পড়তে হয়নি। ছাত্র-ছাত্রীদের জন্য যানবাহনের ব্যবস্থা থাকায় কোন অসুবিধা হয়নি। তাছাড়া রোগীদেরও হাসপাতালমুখী হতে কোন অসুবিধা হচ্ছেনা। নোট বাতিলের ইস্যুতে সকল স্তরের মানুষই প্রতিবাদে সামিল। বামফ্রন্টের ডাকা ১২ ঘন্টার বনধ শান্তিপূর্ণভাবেই খোয়াইতেও পালিত হচ্ছে।