নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ মন্ত্রীসভার বৈঠকে টি এস আর-র কিছু শূন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৯৩টি রাইফেলম্যান (এস সি, এস টি) এবং ৫৮টি হাবিলদার পদ। বৈঠকে মৎস দপ্তরে ৩৩টি ফার্ম ওয়ার্কারের পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে দপ্তরের ১৭ জন স্থায়ী শ্রমিককে এই ফার্ম ওয়ার্কারের পদে নিয়মিত করা হবে। এছাড়াও বন দপ্তরে ৪৩টি ফরেষ্টার , টি এস আর-র ৪টি এল ডি ক্লার্ক এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের ২০৯টি জুনিয়র মাল্টি টাস্ক অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে। মন্ত্রীসভার বৈঠকের পর বুধবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান।