রাজীব সাহা, আগরতলা, ০২ ডিসেম্বর ৷৷ অতি সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারায় রাজ্যের দুই যুবক শম্ভু সাতমুড়া এবং চিত্তরঞ্জন দেববর্মা। গত ২৯ নভেম্বর জন্মুর নাগরোটায় সেনা শিবিরে ছয় জঙ্গি আত্মঘাতি হামলায় শহিদ হন ভারতীয় সেনাবাহিনীর নায়েক তথা রাজ্যের যুবক চিত্তরঞ্জন দেববর্মা এবং গত ২২ নভেম্বর জন্মুর পুঞ্চ জেলার ভারত-পাক সীমান্তের জামিয়া ওয়ালিগলি সেক্টরে পেট্রোলিং করার সময় পাকিস্থানি হানাদার বাহিনীর পেতে রাখা মাইন বিস্ফোরনে শহিদ হন রাজ্যের এক বি এস এফ জওয়ান শম্ভু সাতমুড়া। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে রাজ্যে দুই যুবকের শহিদের ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় SFI ও DYFI-র উদ্যোগে রাণীরবাজারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপণ অনুষ্ঠানে স্কাউট এন্ড গাইডের যুবক-যুবতিরাও উপস্থিত ছিল।