জিও গ্রাহকদের জন্য সুখবর, ৩১ মার্চ পর্যন্ত ফ্রি ভয়েস, ডেটা এবং ভিডিও কল

jioতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ৷৷ রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য সুখবর। গ্রাহকদের জন্য বিশেষ নববর্ষ অফার ঘোষণা করলেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি। অম্বানি জানান, নতুন ‘জিও হ্যাপি নিউ ইয়ার’ অফারে বর্তমান ৫.২ কোটি গ্রাহককে বিনামূল্যে ৩১ মার্চ পর্যন্ত ভয়েস, ডেটা এবং ভিডিও দেওয়া হবে। এতদিন এই সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর। জানা গিয়েছে, বর্তমান গ্রাহকদের ক্ষেত্রে এই অফার আপনা থেকেই কার্যকর হবে। পাশাপাশি, যাঁরা নতুন গ্রাহক তাঁরা আগামী ৪ ডিসেম্বর থেকে নতুন অফারের সুবিধে পাবেন। সংস্থার মতে, এটা হল অম্বানির তরফ থেকে সকল গ্রাহককে নববর্ষের আগাম উপহার। মুকেশ অম্বানি জানান, বাজারে আসার ৯০ দিনের মধ্যে রিলায়েন্স জিও গ্রাহকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। তিনি বলেন, প্রথম তিন মাসের নিরিখে ফেসবুক, হোয়াটসঅ্যাপ-এর থেকে আরও দ্রুতগতিতে বেড়েছে জিও গ্রাহকের সংখ্যা। পাশাপাশি, তাঁর গ্রাহকদের ফোনের যোগাযোগে ব্যাঘাত ঘটানোর অভিযোগও দেশের তিন বড় টেলিকম অপারেটর যথা— এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া সেলুলারে বিরুদ্ধে তোলেন মুকেশ অম্বানি। অভিযোগ, সেপ্টেম্বরে রিলায়েন্স জিও লঞ্চ করার পর থেকেই জিও গ্রাহকরা অন্য টেলিকম প্রোভাইডার পরিচালিত গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এই নিয়ে দেশের তিন বড় মোবাইল সংস্থার সঙ্গে ‘কল-সমস্যা’ ইস্যু নিয়ে খড়্গহস্ত রিলায়েন্স। অম্বানির মতে, জিও-র সাফল্যে বাকিরা আতঙ্কিত হয়ে পড়ে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে। বলেন, দেশের ৩ সংস্থা জিও গ্রাহকদের ৯০০ কোটি ভয়েস কল আটকে দিয়েছে। মুকেশের সংস্থার অভিযোগের ভিত্তিতে গত অক্টোবর মাসে ওই তিন টেলিকম সংস্থার ওপর ৩,০৫০ কোটি টাকার জরিমানা ধার্য করে দেশের টেলিকম রেগুলেটর সংস্থা ট্রাই। পাশাপাশি, গত সোমবারই তিন টেলিকম সংস্থার বিরুদ্ধে সিসিআই-এর দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছে রিলায়েন্স। এই প্রসঙ্গে এদিন তিনি নাম না করে প্রতিদ্বন্দ্বী মোবাইল অপারেটরদের একহাত নিতে ছাড়েননি। অন্যদিকে, রিলায়েন্স জিও-র কর্মী এবং শেয়ারহোল্ডারদের বৈঠকে বেশ কয়েকটি ঘোষণার পাশাপাশি নোট বাতিল নিয়ে মুখ খোলেন মুকেশ। জানিয়ে দেন, তিনি কেন্দ্রের পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলকে সমর্থন করেন। তাঁর মতে, এটা অত্যন্ত সাহসী সিদ্ধান্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*