
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ ডিসেম্বর ।। প্রাক্তন মূখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের সহধর্মিণী তথা বিধায়ক সুদীপ রায় বর্মণের মা প্রয়াত হয়েছেন। বুধবার মধ্যরাতে প্রাক্তন মূখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের সহধর্মিণী মায়া রায় বর্মণে কোলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার মরদেহ আগরতলায় নিয়ে আসা হয়। সমীর রঞ্জন বর্মণের সহধর্মিণী মায়া রায় বর্মণের প্রয়ানে রাজ্যের মূখ্যমন্ত্রীও শ্রদ্ধা জানাতে মরদেহে পুস্পার্ঘ অর্পণ করেছেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপণ করেছেন। তৃণমূলের বিধায়করা সহ নেতা-নেত্রী ও কর্মী সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যপাল তথাগত রায়ও এক বিবৃতিতে প্রয়াত মায়া রায় বর্মণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বটতলা মহাশ্মশানে অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন হয় প্রাক্তন মূখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের সহধর্মিণীর।
