আগরতলা, ০৯ ডিসেম্বর ৷৷ শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পকারিত অনিয়মিত কর্মীদের নিয়মিত করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। ১১৯ জন সরকারী অনুদানপ্রাপ্ত স্কুল শিক্ষকদের নিয়মিত স্কেলের সুবিধা দেওয়ার ব্যপারে শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজ্যের মূখ্য সচীব যশপাল সিং এর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই আশ্বাস দেন। তিনি বলেছেন, বিজেপি’র এই দাবী মানবিক এবং যুক্তিসঙ্গত।
গত ২০ সেপ্টেম্বর বিজেপি’র বিধানসভা অভিযানের মাধ্যমে ১১ দফা দাবী সনদ মূখ্য সচীবকে জমা দেয়া হয়েছিল। কিন্তু এতদিন যাবৎ এর কোনো উত্তর না দেওয়ার জন্য মূখ্যসচিব এই ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও ২৫ টি সামাজিক প্রকল্পে ভাতার পরিমান মাসিক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা, গত ২৩ আগষ্ট আগরতলায় একটি রাজনৈতিক দলের মিছিল চলাকালীন সংগঠিত গোলমালের সিবিয়াই তদন্তের আদেশ দান, রেগার মজুরী বাড়িয়ে ২৫০ টাকা করা, মহিলা সংক্রান্ত অপরাধের সঠিক বিচার করে দোষীদের শাস্তি ব্যবস্থা ইত্যাদি বিষয়েও বিজেপি’র পুরোনো দাবীগুলির প্রতিও মূখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব। প্রতিনিধিদলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সহ-সভাপতি রামপ্রসাদ পাল, সাধারন সম্পাদক রাজীব ভট্টাচার্য, সাধারন সম্পাদিকা প্রতিমা ভৌমিক, মুখপাত্র অরুণ কান্তি ভৌমিক ও কল্যাণী রায়।