নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে ৩০৩ জন কারারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২৭৭ জন পুরুষ এবং ২৬ জন মহিলা। মন্ত্রীসভার বৈঠকের পর বুধবার মহাকরণে সাংবাদিকদের ৩০৩ জন কারারক্ষী নিয়োগ সংক্রান্ত তথ্য জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।