৪৭৭ রানে অলআউট ইংল্যান্ড

ckখেলাধুলা ডেস্ক ৷৷ ব্যাটসম্যানদের হাত ধরে সিরিজের শেষ টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৭৭ রান তুললেন মঈন আলি, জো রুটরা। অসাধারণ পারফরম্যান্স দেখালেন মঈন (১৪৬), রুট (৮৮), লিয়াম ডসন (৬৬ অপরাজিত), আদিল রশিদরা (৬০)। উমেশ যাদব ও ইশান্ত শর্মা দুটি করে এবং রবীন্দ্র জাডেজা তিনটি উইকেট নিলেন। ঘরের মাঠে মাত্র একটি উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অপর উইকেটটি পেয়েছেন অমিত মিশ্র। গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। প্রাথমিক ধাক্কা সামলে দিনের শেষে ইংরেজদের রান ছিল ৪ উইকেটে ২৮৪। দ্বিতীয় দিনেও ভারতীয় বোলাররা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারলেন না। তার ফলেই বড় রান তুলতে সক্ষম হল কুকবাহিনী। ইংল্যান্ডের এই বিশাল রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসের শুরুটা ভালই করেছে ভারত। মুরলী বিজয় ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পাওয়ায় ওপেন করতে নামেননি। তাঁর বদলে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করছেন পার্থিব পটেল। দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৬০। রাহুল ৩০ এবং পার্থিব ২৮ রানে অপরাজিত। ইংল্যান্ডকে পাল্টা চাপে ফেলতে গেলে তৃতীয় দিন ভারতীয় ব্যাটসম্যানদের ভাল ব্যাটিং করতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*