গোপাল সিং, খোয়াই, ০৫ জানুয়ারী ৷৷ জল নিয়ে বিরোধের জেরে প্রতিবেশিকে পিটিয়ে হত্যার অপরাধে পিতা পুত্রকে যাবজ্জীবন করাবাসের আদেশ দেয় খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। ঘটনা ২০১৪ সালের অক্টোবর মাসের এক তারিখ বিকেল তিনটায় খোয়াইয়ের মধ্য সিঙ্গীছড়া গ্রামে। একটি সরকারী জলের টেপ। ঐ দিন প্রতিবেশি সত্যম শুক্ল দাস (২৩) এর সাথে মনোরঞ্জন শুক্ল দাসের (৫২) পরিবারের মধ্যে জল নিয়ে বিরোধ বাধে। বাক বিতন্ডা থেকে এক সময় পরিস্থিতি মারামারিতে গিয়ে গড়ায়। মনোরঞ্জন শুক্লদাস এবং তার পুত্র মিঠুন শুক্লদাস (২২) মিলে প্রতিবেশি সত্যম শুক্ল দাসকে কাঠের ফাইল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় সত্যম শুক্ল দাসকে খোয়াই হাসপাতালে নিয়ে আসা হলে তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। ঘটনার পাঁচ দিন পর জিবি হাসপাতালে মৃত্যু হয় সত্যম শুক্ল দাসের। ঘটনার পরেই সত্যম শুক্ল দাসের ভাই উত্তম শুক্ল দাস খোয়াই থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শেষে মনোরঞ্জন শুক্ল দাস এবং তার ছেলে মিঠুন শুক্ল দাসকে এই মামলায় অভিযুক্ত করে তদন্তকারি অফিসার দুর্গা চরন রাঙ্খল আদালতে চার্জসিট দাখিল করে। ভারতীয় দন্ডবিধীর ৩২৫/৩০২ ধারায় অভিযুক্ত করে ৩০/০৬/১৫ইং তারিখে তদন্তকারি অফিসার এস আই দুর্গা চরন রাঙ্খল খোয়াই আদালতে চার্জসিট জমা করে। তার পর থেকে এই মামলাটির শুনানি চলছিল খোয়াইয়ের এসডিজেএম এবং খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। বুধবার এই মামলাটির রায়দান করে খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। এই মামলায় মনোরঞ্জন শুক্লদাস ও মিঠুন শুক্ল দাস পিতা পুত্রকে হত্যার দ্বায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাবাসের আদেশ দেয় বিচারক পঙ্কজ কুমার দত্ত। এই মামলায় আদালতে মোট ১৬ জন স্বাক্ষ প্রদান করেছে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছে অতিরিক্ত পিপি আইনজীবি শৈলেন্দ্র পাল।