নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারী ৷৷ ৯ই জানুয়ারী ঘটা করে রাজ্যে ২৮তম সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হবে। তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজ্য পরিবহণ দপ্তরের উদ্যোগে। বছরের পর বছর ঘটা করে রাজ্যে সুরক্ষা সপ্তাহ পালন করা হলেও পথ দুর্ঘটনা একেবারেই রোধ করতে পারছেনা প্রশাসন। দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে রাজ্যে। বেপরোয়া যান চলাচলের কারনে প্রায় দিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। তারই ফলশ্রুতিতে অকালে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। বৃহস্পতিবার আগরতলা আসার পথে আমতলীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনৈক দুই যুবকের। জানাযায়, শহর থেকে দক্ষিন দিকে যাওয়া একটি লরি নিয়ন্ত্রন হাড়িয়ে আগরতলা মুখি একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে লরির চাকায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই প্রান হারায় দুই যুবক। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ লরিটিকে আটক করে। দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।