গোপাল সিং, খোয়াই, ০৫ জানুয়ারী ৷৷ ২০১৬ সালে ত্রিপুরায় অপরাধ কমেছে গড়ে ২১ শতাংশ। এরমধ্যে রাজ্যে বিভিন্ন অপরাধ কমেছে গড়ে ১৬ শতাংশ, নারী সংক্রান্ত অপরাধ কমেছে ২১ শতাংশ, ট্রাফিক দুর্ঘটনা কমেছে ১৪ শতাংশ, সম্পত্তি সংক্রান্ত অপরাধের ঘটনা কমেছে ১৭.৫ শতাংশ। সবদিক দিয়ে রাজ্য পুলিশ সাফল্য পেয়েছে। এই সন্তুষ্টি নিয়েই রাজ্যব্যাপী পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে। খোয়াইতেও এবিষয়ে নানান কর্মসূচী হাতে নিয়েছে খোয়াই জেলা পুলিশ। ২০১৭ সালের পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে খোয়াই জেলা পুলিশের সহযোগিতায় বুধবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে ইতিমধ্যে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে একগুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ৩-জানুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য পুলিশের পুলিশ সপ্তাহ উদযাপন। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে খোয়াই পুলিশ লাইনে জেলার পুলিশ কর্মীদের নিয়ে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার বেলা এগারটায়। খোয়াই ধলাবিল পুলিশ লাইনে এই সেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক পদ্ম কুমার দের্ব্বমা। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলা শাসক অপূর্ব রায়, খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পি কে মজুমদার, খোয়াইয়ের এসডিপিও শ্যামানন্দ শর্মা, খোয়াই জেলা পুলিশ বিভাগের ডিএসপি হেডকোয়ার প্রীয়ামাধরী মজুমদার সহ খোয়াই জেলার পুলিশ আধিকারিকরা। আগামী দিনে পুলিশের এই ধরনের সামাজিক কাজ আরো বৃদ্ধিপাবে বলে আশা ব্যাক্ত করেন অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিগন। এবিষয়ে বিধায়ক পদ্মকুমার উনার আলোচনাকালে বলেন, রাজ্যের শান্তি-সম্প্রীতি রক্ষায় রাজ্যের পুলিশ স্বতন্ত্র প্রহরীর ভূমিকা নিচ্ছে। জনগনের সাথে আরক্ষা দপ্তরের সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন। যে কারনে রাজ্যে বিভিন্ন অপরাধমূলক কাজ সংগঠিত হলেও খুব দ্রুত এটাকে সমাধান করার ক্ষেত্রে জনগনের সহায়তা নিয়ে এর সমাধান সূত্র বের করার সুযোগ পাচ্ছেন। এদিকে বুধবার পুলিশ সপ্তাহ উপলক্ষে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে মোট ৬৬ জন পুরুষ এবং মহিলা পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেছে। পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আগামীকাল ৫ই জানুয়ারী প্রয়াস সভা, ৬ই জানুয়ারী বসে আঁকো প্রতিযোগিতা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের পাশাপাশি ৭ই জানুয়ারী বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করতে চলছে খোয়াই জেলা পুলিশ।