বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ জানুয়ারী ৷৷ দীর্ঘদিন ধরে শান্তির বাজারে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকাতে যানজটের জন্য এলাকার মানুষ চলাফেরা করতে পারতনা। যারফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাত। মঙ্গলবার শান্তির বাজার মহকুমাকে যানজট মুক্ত করতে এবং যান দুর্ঘটনা এড়াতে সকালে অনুষ্ঠিত হয় এক অভিযান। শান্তির বাজার পুলিশ প্রশাসনের সহযোগিতায় শান্তির বাজার মহকুমা শাসক এবং শান্তির বাজার পুর পরিষদের মূখ্য কার্যনির্বাহী আধিকারিক সুধাংশু লাল দাসের উদ্যোগে এই অভিযান চলে। মহকুমা প্রশাসন এবং পুর পরিষদের উদ্যোগে শান্তির বাজারে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকালে এই পার্কিং কার্যকর করার জন্য প্রশাসন নেমেপরে যার ফলে অনেক গাড়ী ও বাইক আরোহীকে বৈধ কাগজ চেক করে কোনোপ্রকার ত্রুটি থাকলে উপযুক্ত শান্তি প্রদান করা হয়। আগামীদিনেও এধরনের অভিযান চলবে বলে পুর পরিষদের মূখ্য কার্যনির্বাহী আধিকারিক সুধাংশু লাল দাস জানান।