নগরোন্নয়ন দপ্তরে ১৫ট এল ডি সি-র পদ সৃষ্টি এবং পাম্প অপারেটরদের পারিশ্রমিক বৃদ্ধি

svনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী ৷৷ মন্ত্রীসভার বৈঠকে নগরোন্নয়ন দপ্তরে ১৫ট এল ডি সি-র পদ সৃষ্টি করা হয়েছে এবং সেগুলি পূরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত কর্তৃক নিযুক্ত সেচ ও পানীয় জলের ডিপটিওবওয়েল এবং এল আই প্রকল্পে কর্মরত ৩২৭৭ জন চুক্তিবদ্ধ পাম্প অপারেটরদের পারিশ্রমিক বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আগে এরা মাসে ৩৪০০ টাকা পেতেন, এখন তা বৃদ্ধি পেয়ে পাবেন ৪১৬৪ টাকা। এই পাম্প অপারেটরদের মধ্যে যারা পানীয় জলের আয়রণ রিমুভ্যাল প্ল্যান্ট চালানো বা পরিস্কারের কাজে নিযুক্ত আছেন তাদের পারিশ্রমিকও বৃদ্ধি করা হয়েছে। আগে এরা মাসে অতিরিক্ত ৩০০ টাকা পেতেন, এখন বেড়ে হবে ৪০০ টাকা। এতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত ৩ কোটি টাকা ব্যয় হবে বলে মঙ্গলবার মহাকরণে এই তথ্য জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*