নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ৷৷ পৌষ সংক্রান্তি – গৃহস্থের ঘরে ঘরে চলছে নানা আয়োজন। হাড় হিম হয়ে আসা শীতের মধ্যেই সংক্রান্তিত স্নান শেষে ধানের ক্ষেতে খড়ের বুড়ির মা-র ঘরে আগুন দিয়ে গ্রাম জুড়ে আট থেকে আশির শরীর উষ্ণ করার ছবি মানুষের মিলনের আনন্দ বার্তা নিয়ে আসে। সংক্রান্তির আগের রাতে অর্থাৎ শুক্রবার (১৩ জানুয়ারি) ছেলে-মেয়েরা পিকনিকে মাতেন। তারা বাড়ির বাইরে ধানের নেরা (ধান কেটে নেওয়ার গাছের নিচের অংশ) দিয়ে ঘর তৈরি করে, যাকে বলে বুড়ির ঘর। এই পিকনিকে শুধু ছোটরাই নয় সামিল হন বড়রাও। মাছ, মাংস দিয়ে হয় পিকনিক। এই ঘরে রাতে পিকনিক করে ও সংক্রান্তির দিন ভোর রাতে ছেলে মেয়েরা স্নান করে এই ঘর আগুন দিয়ে পুড়িয়ে এর তাপ দিয়ে শরীর উষ্ণ করে। তাই এদিন তাদেরকেও দেখা গেল বুড়ির ঘর তৈরি করতে।