নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ শনিবার বিকেলে অঝোরধারায় বৃষ্টি নামল শহর আগরতলা জুড়ে। শুধু আগরতলাই নয়, বৃষ্টি হয়েছে শহরতলিতেও। দিনের শেষে হঠাৎ করেই রাজধানীতে হয়ে গেলো শিলা বৃষ্টি। সাথে ছিল ঝড়ো বাতাস। বিকেলের বৃষ্টিতে তাপমাত্রা অনেকখানি কমেছে। এই শিলা বৃষ্টিতে সাধারন মানুষ কিছুটা দুর্ভোগে পড়লেও তা উপভোগ করেছেন নগরবাসী।