জাতীয় ডেস্ক ৷৷ দূষণরোধের লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে ভারত স্টেজ-ফোর (বিএস-৪) শংসাপত্র ছাড়া গাড়ির বিক্রি ও রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, এখন থেকে দেশে কেবলমাত্র বিএস-ফোর অনুমোদিত গাড়িই বিক্রি করা হবে। এদিন বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, যে কোনও গাড়ি—তা সে দুচাকা, তিনচাকা, চার-চাকা বা অন্য বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত – বিক্রি করার আগে দেখে নিতে হবে তা যেন এই শংসাপত্র মেনে চলে। এই মর্মে দেশের সকল গাড়ি নির্মাণকারী ও ডিলারদের নির্দেশ দিয়েছে বেঞ্চ। এর আগে স্টেজ ফোর ছাড়া গাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। যার বিরুদ্ধে গাড়ি নির্মাতাদের সংগঠনের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। তারা জানায়, বর্তমানে দেশের বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা ও ডিলারদের কাছে প্রায় সোয়া ৮ লক্ষ এমন গাড়ি মজুত রয়েছে যা বিএস-থ্রি অনুমোদিত। ফলে, এমতাবস্থায় এই গাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হলে, সংস্থাগুলির বিপুল লোকসান হবে। যদিও, সংস্থাগুলির এই যুক্তি মানতে নারাজ সর্বোচ্চ আদালত। ডিভিশন বেঞ্চ জানিযে দেয়, গাড়ি নির্মাতাদের আর্থিক মুনাফা-ক্ষতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের স্বাস্থ্য। বিচারপতিরা যোগ করেন, কেন্দ্রের নির্দেশিকা থাকা সত্ত্বেও গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি যথাযথ পদক্ষেপ নেয়নি। তাই এই নির্দেশ বলে জানিয়েছে আদালত। ২০০৫ সালের এপ্রিল থেকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত এই গাড়ি বিক্রি হয়েছিল দিল্লি-সহ দেশের ১৩টি শহরে। আদালতের এই রায়ে স্বভাবতই হতাশ গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম। সংগঠনের সভাপতি বিনোদ দাসারি জানান, শীর্ষ আদালতের রায়কে মান্যতা দিতেই হবে। তবে, এই রায় হতাশাজনক। তাঁর মতে, বর্তমান আইনে বলা হয়েছে, এই গাড়িগুলি বিক্রি করা যাবে। অন্যদিকে, রায়ে খুশি পরিবেশ-সংগঠনগুলি। তারা জানিয়েছে, বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্য সঙ্কটে রয়েছে। এদিনের রায় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিচার করেছে। তারা যোগ করে, বায়ুদূষণের মোকাবিলা করতে এই পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল।