গোপাল সিং, খোয়াই, ২৮ মে ৷৷ রেগা সংকুচন সহ কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আন্দোলনের বার্তা নিয়ে গাড়ী জাঠার দ্বিতীয় দিনে রবিবার খোয়াই মহকুমার বিভিন্ন জনপথ উত্তাল হয়ে উঠে। এদিন সি পি আই (এম) খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে দ্বিতীয় দিনের গাড়ী জাঠার সূচনা হয় সিঙ্গিছড়াস্থিত জননেতা রঞ্জন রায়ের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। সিঙ্গিছড়া, চেরমা, বাচাইবাড়ি, করঙ্গিছড়া, আশারামবাড়ী, বনবাজার সহ ১৪টি স্থানে এদিন সভা সংগঠিত হয়। সভাগুলিতে ভাষন রাখেন সি পি আই (এম) খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, রাজ্যকমিটির সদস্যদ্বয় যথাক্রমে রঞ্জিত দেববর্মা ও রানাবাহাদুর দেববর্মা সহ অন্যান্যরা।