মহিলাদের স্বাবলম্বন করে তোলার জন্য জোলাইবড়ী ব্লক প্রাঙ্গনে প্রশিক্ষন শিবির

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই ৷৷ জোলাইবাড়ী ব্লকের অধিন মহিলাদের স্বাবলম্বন করে গড়ে তোলার জন্য টি আর এল এম প্রকল্পের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এক প্রশিক্ষন শিবির। শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবড়ী ব্লক প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষন শিবির। বিভিন্ন এস এইচ জি গ্রুপের মহিলাদের নিয়ে এই প্রশিক্ষন শিবিরের আয়োজন করা হয়। এই ব্লকের অধিনে ৪৭২টি এস এইচ জি ২৭ টি গ্রামিন সংগঠন তৈরী হয়। প্রায় ৪৩৬০ পরিবারের এই টি আর এল এম এল প্রকল্পের আওতায় আসে। গত বছর ব্লকের সহযোগিতায় ৮৯টি গ্রুপকে লোন পাইয়ে দেওয়া হয়। এই টি আর এল এম প্রকল্পে মহিদারের আগামি দিনে স্বনির্ভর করার ট্রেনিং দেওয়ার জন্য ১৩ জন কর্মি নিয়োগ করা হয়। জোলাইবাড়ী ব্লকের বি ডি ও সুভাষ দত্ত সমগ্র অনুষ্ঠানটি দেখাশুনা ও পরিচালনা করছে। এই ধরনের প্রশিক্ষনে বিভিন্ন এস এইচ জি থেকে আগত প্রতিনিধিরা খোবই খুশি তৎসংলগ্ম প্রশিক্ষকরাও তাদের কে প্রশিক্ষন দিতে পেরে খুবই আনন্দিত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*