বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ অক্টোবর ৷৷ জোলাইবাড়ী ৩৮ মন্ডল বিজেপির উদ্দ্যোগে উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক পরিবর্তন সভা। মঙ্গলবার বিকেলে দেবদারু বাজারে এই পরিবর্তনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে এক সুবিশাল মিছিল এর আয়োজন করা হয়। এই পরিবর্তন সমাবেশে আই পি এফ টি এবং সি পি আই (এম) থেকে ১৩৪ পরিবারের ৪৯২ ভোটার বিজেপি’তে যোগদান করেন। দলীয় পতাকা দিয়ে এদেরকে বরন করে নেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব দেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব দেব, বিজেপির দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস, জনজাতির নেতা ভৃগুরাম রিয়াং ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কথা তুলে ধরেন।