প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ এন এম ট্রেনিং সেন্টারের উদ্বোধন

trnবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ নভেম্বর ৷৷ মন্ত্রী মনিন্দ্র রিয়াং এর হাত ধরে শুভ সূচনা হল এ এন এম ট্রেনিং সেন্টারের। শুক্রবার বেলা ১২ নাগাদ এই ট্রেনিং সেন্টারের শুভ উদ্ভোদনের কাজ শুরু হয়। দক্ষিন জেলায় শান্তির বাজার পুরানো হাসপাতালকে মেরামত করে ২৫ লক্ষ টাকা ব্যয় করে এই ট্রিনিং সেন্টার উদ্বোধন করা হয়। এই উদ্বোধনে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি আসেন নি। মন্ত্রী বাদল চৌধুরীর নাম ফলকনামায়ও লেখা হয়েছিল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই ট্রেনিং সেন্টারের শুভ সূচনা করেন ত্রিপুরার আদিমজাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। এছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জোলার সভাধিপতি হিমাংশু রায়, ত্রিপুরার বিধান সভার মুখ্য সচেতক বাসুদেব মজুমদার, ত্রিপুরার বিধান সভার বিধায়ক জশবীর ত্রিপুরা, হেলথ ডারোক্টার ডঃ জেকে দেব বর্মা ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রাজ্য সরকারের উন্নয়নের গুনগান করেন। অনুষ্ঠান শেষে শান্তির বাজার জেলা হাসপাতলের উন্নয়নে বিভিন্ন দিকগুলি নিয়ে হেল্থ ডারেক্টারের সঙ্গে কথা বলে যানা যায় জেলা হাসপাতাল চালানোর ক্ষেত্রে এম এস এর গাফিলতি রয়েছে। যেমন হাসপাতালে দীর্ঘ দিন যাবৎ লিফট বিকল হয়ে পরেছে আর সেই লিফট সারানোর জন্য ডিরেক্টার ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন কিন্তু তা ঠিক করা হয়নি। আর পরবর্তী সময় এই লিফট সম্পর্কে ডিরেক্টার কে অবগত ও করা হয়নি। এই থেকে বুঝা যায় এম এস এর গাফিলতীর কারনে হাসপাতালে রোগীদের দুর্ভোগ এর স্বীকার হতে হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*