আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সরব প্রচার শুক্রবার বিকেল ৪টায় শেষ হয়েছে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শুক্রবার রাতেই একজন স্পেশাল অবজারভার আর কে পঞ্চনন্দা আগরতলায় আসছেন। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানান মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি।
মূখ্য নির্বাচন আধিকারিক জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। অবাধ, শান্তিপূর্ণভাবে ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সাংবাদিক সন্মেলনে রাজ্যের আই জি আইন-শৃঙ্খলা কে ভি শ্রীজেশ, সি এ পি এফ-এর ইনচার্জ জি এস রাও প্রমুখ উপস্থিত ছিলেন।