তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ৷৷ নিজেদের দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করল টেলিকম অপারেটর এয়ারসেল। মূলত, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ঋণের বোঝা ও ক্ষতির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে জানিয়েছে দেশের অন্যতম এই মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা। এদিন এক বিবৃতি জারি করে সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন সংস্থার প্রবেশের ফলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে পড়েছিল। এর সঙ্গে, আইনি এবং নিয়ন্ত্রকের বিধিনিষেধ, ঋণের বোঝা ক্রমশ বৃদ্ধি এবং সর্বোপরি ক্রমবর্ধমান ক্ষতির ফলে সংস্থার ব্যবসা ও ভাবমূর্তি মার খেয়েছে। এয়ারসেল আরও জানিয়েছে, তাদের তিনটি বিভাগ—যথাক্রমে এয়ারসেল সেলুলার, ডিশনেট ওয়্যারলেস এবং এয়ারসেল লিমিটেডকে দেউলিয়া ঘোষণা করতে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন জানিয়েছে বোর্ড অফ ডিরেক্টর্স। সূত্রের খবর, মুম্বইয়ের ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। সংস্থার দাবি, তাদের ওয়্যারলেস বিভাগকে অন্য অপারেটরের সঙ্গে যুক্ত করার চেষ্টাও বিফলে গিয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে সেই ব্যবসাও স্থগিত হয়ে গিয়েছে। এয়ারসেল জানিয়েছে, সংস্থাকে বাঁচানোর জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল। বিভিন্ন সত্ত্বাধিকারী এবং বিনিয়োগকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। শেয়ারহোল্ডারদের সঙ্গেও বসা হয়। চেষ্টা করা হয় ঋণের বোঝা থেকে কোনও ভাবে মুক্তি পাওয়া যায় কি না। সংস্থার দাবি, ঐকমত্যে না পৌঁছনোয় তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তি হয়ে ওঠেনি। ফলে, অবধারিতভাবে, দেউলিয়া ঘোষণা ছাড়া আরও কোনও উপায় ছিল না। যদিও এয়ারসেল জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়া সংস্থাকে বেচার জন্য করা হচ্ছে না। বরং, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সেরা সম্ভাব্য রাস্তা খোঁজা। যাতে, ভেন্ডর থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর ও কর্মীরা নিরাপদ থাকেন। একইসঙ্গে, এই কঠিন সময়েও, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন টেলিকম পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছে এয়ারসেল। তাদের আহ্বান, এই কঠিন সময়ে সকলে যেন সংস্থার পাশে দাঁড়ায়।