আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ ৷৷ সরকারি আবাসন ছেড়েদিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার বিকেলে তিনি সরকারি আবাসন ছেড়ে পার্টি অফিসে উঠেন। পার্টি অফিসে তিনি আপাতত কিছুদিন থাকবেন। তারপরে যাবেন আগরতলার কের চৌমুহনীস্থিত স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্যের বাড়িতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য নিয়োগ করা হয়েছে পার্টির সর্বক্ষনের কর্মীদের।