আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মে ৷৷ মা, জন্মভূমি এবং মাতৃভাষাকে বিশেষভাবে মর্যাদা দিতে হবে। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে এই তিনটি শব্দ অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। বুধবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে একথা বলেন ভারতের উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। দীর্ঘ ৫ বছর পর ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, উচ্চশিক্ষামন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ, রেজিস্ট্রার শানিত দেবরায় প্রমুখ। সমাবর্তনে ৫ জনকে উপ-রাষ্ট্রপতির হাতে পি এইচ ডি শংসাপত্র প্রদান করা হয়। মূল অনুষ্ঠানের পর বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের শংসাপত্র এবং পদক দেওয়া হয়।