বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ অক্টোবর ৷৷ ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশনের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা। বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় শান্তির বাজার সরকারী কর্মচারী ফেডারেশন অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন টি জি ই এফ-র চেয়ারম্যান অনিল চন্দ্র দেবনাথ, টি জি ই এফ-র প্রেসিডেন্ট শান্তিরঞ্জন দেবনাথ, টি জি ই এফ-র জেনারেল সেক্রেটারী সমর রায়, এ টি ই এফ-র জেনারেল সেক্রেটারী প্রদীপ ভৌমিক, টি জি ই এফ-র ট্রেজারার মৃনাল চক্রবর্তী, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং প্রমুখ। সংগঠনকে শক্তিশালী করে আগামি দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে আলোচনা শিবিরের মূল আলোচ্য বিষয় ছিল বলে জানা যায়।