আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ এবার আক্রান্ত সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস। শুক্রবার উদয়পুর থেকে আগরতলা আসার পথে বিশালগড়ে আক্রান্ত হন তিনি। এদিকে বৃহস্পতিবার রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার দিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। উপ-নির্বাচনে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বামফ্রন্ট। সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস এবং রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহার উপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সি পি আই (এম)। এই আক্রমণের প্রতিবাদে শুক্রবার আগরতলায় বিক্ষোভ মিছিল করেন সি পি আই (এম) নেতা কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে। ঘটনার তীব্র সমালোচনা করে শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেন সি পি আই (এম) নেতৃত্বরা।ভানুলালের পর এবার আক্রান্ত গৌতম দাস, শহরে বিক্ষোভ মিছিল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ এবার আক্রান্ত সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস। শুক্রবার উদয়পুর থেকে আগরতলা আসার পথে বিশালগড়ে আক্রান্ত হন তিনি। এদিকে বৃহস্পতিবার রাজ্যের পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার দিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। উপ-নির্বাচনে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বামফ্রন্ট। সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস এবং রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহার উপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সি পি আই (এম)। এই আক্রমণের প্রতিবাদে শুক্রবার আগরতলায় বিক্ষোভ মিছিল করেন সি পি আই (এম) নেতা কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে। ঘটনার তীব্র সমালোচনা করে শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেন সি পি আই (এম) নেতৃত্বরা।