আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ বাংলাদেশি টাকা সহ পুলিশের জালে ধরা পড়ল এক ব্যাক্তি। ঘটনা ধর্মনগরের কদমতলা এলাকায়। কদমতলা থানা সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তির নাম সরুপ দেব (৫০)। সে আসামের কাছাড় জেলার হাইলাকান্দির কাঠলিছড়ার বাসিন্দা। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, তার কাছ থেকে বাংলাদেশী ১৭,৫০০ টাকা উদ্ধার হয়েছে। জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে উওরজেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং কদমতলা থানার ওসি দেব জিৎ চ্যাটার্জী নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সরুপ দেবকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বলে জানা যায়।