আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ শহরের ট্রাফিক পুলিশের কাজকর্মে গতি বাড়াতে ত্রিপুরা ট্রাফিক পুলিশের জন্য নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। জানা গেছে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা সহ শহরের ট্রাফিক পুলিশের কাজকর্মে গতি দ্বিগুন করতে শহরের ৬ জন ট্রাফিকের এস পি আধিকারিককে সংশ্লিষ্ট দপ্তর থেকে ৬টি নতুন অত্যাধুনিক (রয়্যাল এনফিল্ড) বাইক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই বাইক গুলি ৬ জন ট্রাফিকের এস পি আধিকারিককের হাতে তুলে দেওয়া হয়।