বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ, সুকান্ত একাডেমীতে উৎসুক জনতার ভীড়

4আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন ৷। বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হয় ২১শে জুন (রবিবার)। শত বছরের মধ্যে এই গ্রহণটি সবচেয়ে বেশী সময় ধরে দেখা যায়। বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ে। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়।
এই সূর্যগ্রহণটি পৃথিবীতে সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গোর ইম্পফোল্ডো শহরে প্রথম শুরু হয়। পৃথিবী থেকে এটির শেষ দেখা যায় বিকেল ৩টা ৩৪ মিনিট পর্যন্ত।
5ত্রিপুরা রাজ্যে সূর্যগ্রহণ শুরু হয়েছে সকাল ১০টা ৫৫ মিনিটে। ৩ ঘন্টা ২৮ মিনিট স্থানী হয় রাজ্যে। রাজ্যে গ্রহণ শেষ হয় দুপুর ২টা ২৩ মিনিটে। এদিন রাজধানীর সুকান্ত একাডেমীতে উৎসুক জনতা বলয়গ্রাস সূর্যগ্রহণ পরিলক্ষিত করার জন্য উপস্থিত হন।
সর্বশেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। তবে এর স্থায়ীত্ব কম সময় ছিল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*