আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন ৷। ফের রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩৫ জন। রবিবার রাজ্যের ১,১৭৫ জনের লালারস পরীক্ষা করা হয়। তার মধ্যে রাজ্যে নতুন করে ৩৫ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এই ৩৫ জনের মধ্যে ৩১ জন সম্প্রতি বাংলাদেশ থেকে, ২ জন চেন্নাই থেকে, ১ জন বেঙ্গালুরু থেকে রাজ্যে এসেছিলেন।
বর্তমানে রাজ্যের মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২২৮ জন।