আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷। অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষা গ্রহণ না করা, করোনা পরিস্থিতিতে রাজ্যের শিক্ষাস্তরে সমস্ত ফি মুকুব করা, নমব শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই প্রদান করা সহ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার আর্থিক প্যাকেজ ঘোষনার দাবীতে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ডি এস ও। সোমবার কর্নেল চৌমুহনীস্থিত এস ইউ সি আই কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ডি এস ও এর কর্মকর্তারা। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া ডি এস ও-র রাজ্য কমিটির সম্পাদক রামপ্রসাদ আচার্য।