আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷। অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সোমবার রাজধানীর মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী বলেন, ১০,৩২৩ শিক্ষকদের নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সহানুভূতিশীল। সংবিধান মেনেই রাজ্য সরকার ১০,৩২৩ শিক্ষকদের পাশে দাঁড়াবে বলে আশ্বাস দেন তিনি। এই রক্তদান শিবিরে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের সভাপতি প্রদীপ বণিক।