রড ও ডাল নিয়ে হলদিয়া বন্দর থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দিল পণ্যবাহী জাহাজ

FB_IMG_1594898087256আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷। বহু জল্পনা কল্পনার পর অবশেষে পরীক্ষামূলকভাবে রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলো পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার কলকাতার হলদিয়া বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজে করে পণ্য বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে জলপথে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করেছে। এদিন কলকাতার হলদিয়া বন্দর থেকে জাহাজে করে রড বোঝাই দুটি এবং ডাল বোঝাই দুটি কন্টেনার রওয়ানা দিয়েছে। জানা যায়, এই জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে আগামী ২০ কিংবা ২১শে জুলাই। সেখান থেকে সড়কপথে রাজ্যের আগরতলয়া আই সি পি’তে এসে পৌঁছুবে আগামী ২৬শে জুলাই।
FB_IMG_1594898099223এদিন এক ট্যুইট বার্তায় রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেছিলেন ১৮ই জুলাই সোনামুড়া দিয়ে প্রথম জাহাজ আসবে রাজ্যে। জানা যায়, ট্রায়ান রান হিসাবে কলকাতার হলদিয়া বন্দর থেকে ১৪ই জুলাই সোনামুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা ছিল রড বোঝাই একটি নৌযানের। সেই জাহাজটি ১৮ই জুলাই সোনামুড়ায় পৌছার কথা ছিল। তবে পরে জানা যায়, সোনামুড়ার উদ্দেশ্যে হলদিয়া থেকে কোন জাহাজ রওয়ানা দেওয়ার কোন খবর কলকাতা পোর্ট ট্রাষ্টের এসিঃ ডিরেক্টর প্রশান্ত কুমারের কাছে নেই।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*