জাতীয় পতাকার অবমাননা তেলিয়ামুড়া মহাকুমা শাসকের কার্যালয়ে

tlmসাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ জুলাই ৷। ক্ষুদ মহাকুমা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকার অবমাননা। প্রতি বছর স্বাধীনতা দিবস কিংবা ২৬ শে জানুয়ারিতে সজ্জিত ভাবে সাজানো হয় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকা দিয়ে। অনুষ্ঠান শেষে ঐ জাতীয় পতাকাগুলির কি অবস্থা হয় তা বৃহস্পতিবার বিকেলে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে দেখা গেল। কাজ শেষে জাতীয় পতাকাগুলিকে আবর্জনার স্তুপের মতন দপ্তরের এক কোনায় ফেলে রাখা হয়েছে। এনিয়ে শুভবুদ্ধি সম্পন্ন মহলে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন। জাতীয় পতাকা অবমাননার এই ঘটনা জনসাধারনের অভিযোগ পেয়ে গিয়ে প্রত্যক্ষ করেছে আমাদের প্রতিনিধি। এই ঘটনা নিয়ে রীতিমত নীরব ভূমিকায় তেলিয়ামুড়া মহাকুমা শাসকের কার্যালয়।
শুধু তাই নয় সরকারি অর্থের অপব্যবহার ও হচ্ছে এই দপ্তরে বলে অভিযোগ। দপ্তরে আসা জনসাধারণের জন্য বিশুদ্ধ পানীয় জলের ফিল্টারটিও যত্নের অভাবে বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*