আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷। মুখ্যমন্ত্রীর করোনা প্রতিরোধ অভিযানকে সামনে রেখে ৭-রামনগরের ৩৩নং ওয়ার্ডের তপন বণিক এর উদ্যোগে জনসাধারণের মধ্যে লেবুর সরবত ও আনারস খাওয়ানোর কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার এই কর্মসূচি থেকে টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে করোনা প্রতিরোধে লেবুর সরবত ও আনারস খাওয়ার উপকারিতা তুলে ধরেন। আনারস ও লেবুর সরবতে করোনা প্রতিরোধে সহায়ক ভিটামিন সি পাওয়া যায় বলেও জানান তিনি। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই মহান উদ্যোগ আগামী দিনেও জনস্বার্থে জারি রাখবেন বলে অভিমত প্রকাশ করেন তিনি।