অবৈধ ভাবে ভ্রুণ হত্যা করতে যাওয়া চিকিৎসককে হাতেনাতে ধরল জেলা শাসক Posted on August 2, 2020 by santanu99 — No Comments ↓ আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ৷। অবৈধ ভাবে ভ্রুণ হত্যা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল উদয়পুরের এক চিকিৎসক। এই চিকিৎসকের নাম ডাঃ বি সি দে। জানা যায়। রবিবার ৫ জন মহিলার অবৈধ ভাবে ভ্রুণ হত্যা করার সময় হাতেনাতে ধরে ফেলে গোমতী জেলা শাসক টি কে দেবনাথ।