আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন রাজ্যের মূল অনুষ্ঠানটি সংগঠিত হয় রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। এখানে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ দলীয় নেতা কর্মীরা।