বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ সেপ্টেম্বর ৷। ৩৬-শান্তিরবাজার মন্ডল ও ৩৮-জোলাইবাড়ী মন্ডলের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় কার্য্যকারিনী বৈঠক। মঙ্গলবার শান্তিরবাজার কমিউনিটি হলে ও বাইখোড়া কমিউনিটি হলে পৃথকভাবে দুই মন্ডলের কার্য্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। এই কার্য্যকারিনী বৈঠকে উপস্থিত ছিলেন টি আই ডি সি’র চেয়ারম্যান টিংকু রায়, বিজেপি’র দক্ষিণ জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, বিজেপি’র দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি তথা দক্ষিণ জেলার জেলা সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, দক্ষিণ জেলার এস সি মোর্চার সভাপতি তথা শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, ৩৬-শান্তিরবাজার বিজেপি’র মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই কার্য্যকারিনী বৈঠকে দলের নেতৃত্বদের নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তোলার বিভিন্ন দিকগুলি আলাপ আলোচনা করা হয়।